Tuesday, 19 October 2010

১৩ রাইফেলের ১০০ জনকে অভিযোগ শোনানো হলো

‘আসামি নম্বর ১, সুবেদার মেজর শেখ জুবায়ের হোসেন। আপনার বিরুদ্ধে অভিযোগ, বিডিআর বিদ্রোহের দিন দরবার হল থেকে বেরিয়ে আপনি নিজের সৈনিক লাইনে এসে বাঁশি বাজিয়ে জওয়ানদের অস্ত্র নেওয়ার আদেশ দেন। বিদ্রোহের সময় ধারণ করা ভিডিওতে পিলখানার ৪ নম্বর গেটে আপনাকে নেতৃত্ব দিতে দেখা যায়। ১৩ নম্বর রাইফেল ব্যাটালিয়নের মাঠে গণকবর খননের কাজও আপনি তদারক করেন। আসামি নম্বর ২, নায়েক সুবেদার আবদুল মতিন মিয়া। আপনি সৈনিকদের আদেশ দিয়ে বলেন, মামুর ব্যাটারা, সকলে কোতে যেয়ে অস্ত্র নাও। বিডিআরে বিদ্রোহের ঘটনায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে আনা..

No comments:

Post a Comment